৯৮০ কোটি টাকা বিনিয়োগ করবে বার্জার পেইন্টস

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

পুঁজিবাজারে তালিকাভুক্ত রং উৎপাদক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের নতুন ও তৃতীয় উৎপাদন ইউনিটের জন্য বিনিয়োগ পরিকল্পনায় সংশোধন এনেছে। পাশাপাশি কোম্পানিটি নতুন প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরুর সময় বাড়িয়েছে।

তথ্য অনুযায়ী, বার্জার পেইন্টস বাংলাদেশের তৃতীয় ইউনিটে ৯৮০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে কোম্পানির পর্ষদ। পূর্বে এই ইউনিটে ৮১৩ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব করা হয়েছিল। 

রোববার (২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিছে বহুজাতিক কোম্পানিটি।

নতুন প্রস্তাব অনুযায়ী, কোম্পানিটি তাদের তৃতীয় ইউনিটের নির্মাণ কাজ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে। অর্থাৎ নতুন এই কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের এপ্রিল মাস থেকে শুরু করতে চায় কোম্পানিটি।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত