জিতলে সীমান্তে কাঁটাতার রাখব না, এক হয়ে যাবে দুই বাংলা: বিজেপি এমপি

আজাদ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিজেপি নেতা জগন্নাথ সরকার। ছবি: সংগৃহীত ছবি:
বিজেপি নেতা জগন্নাথ সরকার। ছবি: সংগৃহীত ছবি:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ (এমপি) জগন্নাথ সরকার। তিনি বলেছেন, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে ভারত-বাংলাদেশ সীমান্তে আর কাঁটাতার থাকবে না, “দুই বাংলা আবার এক হয়ে যাবে।” গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বানপুরে দলের এক সাংগঠনিক সভায় এই মন্তব্য করেন তিনি। সভায় বেশ কয়েকজন নতুন কর্মীর যোগদানকে কেন্দ্র করে এমপি জগন্নাথ বলেন, “কথা দিচ্ছি, এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না। কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।”

বিজেপি বরাবরই দাবি করে আসছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে ভারতের কিছু সীমান্তবর্তী রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে এবং এতে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের পরোক্ষ মদদ রয়েছে। এসআইআরকে ঘিরে অনুপ্রবেশবিরোধী অবস্থানকে এবার প্রধান নির্বাচনি ইস্যু হিসেবে তুলেছে দলটি।

তবে জগন্নাথ সরকারের এই মন্তব্যে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেন, “বিজেপির দ্বিচারিতা আবারও প্রকাশ পেল। একদিকে তারা অনুপ্রবেশ রোধের কথা বলছে, অন্যদিকে নিজেরাই বলছে কাঁটাতার তুলে দেবে। বাংলার মানুষ এর জবাব জানবে।”

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত