প্রথমবারের মতো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও একই দিন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা। পৃথক এসব বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপির হাইকমান্ড। এদিকে শনিবার গুলশান কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামের নেতারা। সেই সঙ্গে একই দিন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন মরহুম ফজলুল হক আমিনির দল ইসলামী ঐক্যজোটের নেতারাও। সৌজন্য সাক্ষাৎ শেষে জমিয়তে ওলামায়ে ইসলামের নেতারা জানিয়েছেন, নির্বাচনি আসনে বিদ্রোহী প্রার্থী নিয়ে যেকোনো ধরনের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে ধানের শীষকে বিজয়ী করতে দলীয় সর্বোচ্চ শক্তি নিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন শরিক দলের নেতারা। সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, শুধু বাংলাদেশ নয়, এশিয়া প্যাসিফিকে তারেক রহমান গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। সেই ধারাবাহিকতায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আসন্ন নির্বাচন এবং বিএনপি আগামীতে সরকার গঠন করলে আন্তর্জাতিক রীতিনীতি কেমন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। এমন আলোচনা চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।