মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে অবস্থিত ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল-২০২৫’-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ।
রোববার (১৯ অক্টোবর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, ১৬ থেকে ১৯ অক্টোবর চার দিনব্যাপী আয়োজিত এ আসরে খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি ক্লাস্টারে ৪০০টি বুথের মাধ্যমে বাংলাদেশ, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান ও মালয়েশিয়াসহ বিশ্বের ৮টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে।
১৮ অক্টোবর এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের আমন্ত্রণে যোগদান করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ ছাড়া, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বিভাগের (ধর্মীয় বিষয়ক) মন্ত্রী সিনেটর দাতো' সেতিয়া ড. হাজী মোহাম্মদ নাঈম বিন হাজী মোখতার; এবং ব্রুনাই দারুসসালাম, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের আঞ্চলিক ধর্মীয় মন্ত্রীদের প্রতিনিধিদলসহ মালাক্কা রাজ্য সরকারের মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য ও মালয়েশিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মেলায় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সহযোগিতায় বরাদ্দ করা বুথে বাংলাদেশের প্রসিদ্ধ প্রতিষ্ঠান ‘প্রাণ’ এই মেলায় অংশগ্রহণ করে এবং তাদের বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয় পণ্যসামগ্রী প্রদর্শন করে।